- Beranda
- বেশ্যা সংগীত
- বাইজি সংগীত
বাইজি সংগীত
শহর কলকাতার জন্মলগ্ন থেকেই বাংলার নবাব-রাজা-জমিদার-বিত্তশালীদের বিনোদবৃত্ত ঘিরে ছিল বেশ্যা-বাইজির প্রিয় সঙ্গ, যার অনুষঙ্গ ছিল সংগীত, মূলত গান। তাঁদের বোল-বাণীর ছন্দে মুখর ছিল জলসাঘরের আলো-আঁধারি। তাঁদের এই স্বীকৃতিহীন আঁধারজীবনে গানই এনে দিত বহুবর্ণ আলোর দিশা—কখনো চটুল, কখনো দেহতত্ত্ব, কখনো সমসাময়িক দ্যোতনা আবার কখনো বা আধ্যাত্মিকতায় তার বিস্তার। আঠারো শতকের নিধুবাবু থেকে শুরু করে উনিশ শতকের রবিবাবু—এই গীতিকার-পরিধিতে নামী-অনামী, জ্ঞাত-অজ্ঞাত, এমনকি একাধিক মহিলা গীতিকারের সৃজনে চর্চিত আর চর্যিত হতো ভিন্ন সুর—অন্য জীবন। আজ তা বিস্মৃত অতীত—বিবর্ণ ইতিহাস।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments to বাইজি সংগীত :
Post a Comment