ভাটিয়ালি বাংলাদেশের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। বিশেষ করে নদনদীপূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর-পূর্ব দিকের অঞ্চলগুলোতেই ভাটিয়ালি গানের মূল সৃষ্টি। বহ্মপুত্রপারের এই অঞ্চলগুলোতে ভাটিয়ালি গানের ব্যাপক চর্চা ও প্রভাব লক্ষ করা যায়। ভাটিয়ালি গানের মূল বৈশিষ্ট্য হলো এ গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাঁড়, গুন ইত্যাদি বিষয়ে। সঙ্গে থাকে গ্রামীণ জীবন, গ্রামীণ নারী, প্রেম-প্রীতি, ভালোবাসা-বিরহ, আকুলতা ইত্যাদির সম্মিলন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর সঙ্গে এ দেশের মানুষের অত্যন্ত নিবিড় যোগসূত্র রয়েছে। নদীর মাঝি বা নদীপারের জনজীবনে ভাটিয়ালি গানের প্রচলন অত্যধিক। নদীর স্রোতের টানে ভাটিতে যাওয়ার সুর এই গানে বিদ্যমান। আধুনিক ভাটিয়ালি গান অনেকটা বস্তুমুখী চেতনায় সমৃদ্ধ। জীবনের সব সমস্যার ঊর্ধ্বে যে খাওয়া-পরার সমস্যা, তা-ই প্রাধান্য পেয়েছে এই গানে। নদীর মাঝি উজান কোনো বন্দর থেকে পণ্য নিয়ে ভাটির দেশে যাওয়ার সময় চিন্তা করে তার ক্রীত পণ্য নিয়ে ভাটির বন্দরে বিক্রি করে সে কত লাভ করবে। এসব বিষয় উঠে এসেছে ভাটিয়ালি গানে।
0 comments to ভাটিয়ালি গান :
Post a Comment