বাংলাদেশের ঐতিহ্যবাহী এক ধরনের সংগীতরীতি জারিগান। ফারসি জারি শব্দের অর্থ শোক বা বিলাপ বা ক্রন্দন। বাংলাদেশে মহররমের বিশেষ দিনে কারবালার শোকাবহ ঘটনা অবলম্বনে নৃত্যগীত-সহকারে যে কাহিনী পরিবেশিত হয়, তা সাধারণভাবে জারিগান বলে পরিচিত। এ ছাড়া যেকোনো ধর্মীয় অতিলৌকিক বা সামাজিক বিষয় নিয়ে রচিত গানকেও কখনো কখনো জারিগান নামে ডাকা হয়। কোথাও কোথাও আবার কবিগানকেও জারিগান বলা হয়। তবে যে নামেই ডাকা হোক, কারবালার শোকাবহ ঘটনা জারিগানের প্রধান উপজীব্য। সতেরো শতক থেকে বাংলায় এই গানের ধারা শুরু হয়। একসময় সারা দেশে বিভিন্ন আঙ্গিকে জারিগানের প্রচলন ছিল। বর্তমানে জারিগানের প্রচলন কমে গেলেও তা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। জারিগান অনুষ্ঠানের প্রধান সময় হচ্ছে মহররম। এই মাসে সারা দেশে বিভিন্ন অঞ্চলে জারিগানের আসর অনুষ্ঠিত হয়। সাধারণত মহররমের ৫ থেকে ২২ তারিখ পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলে প্রায় নিয়মিত জারিগানের আসর বসে। মহররম ছাড়াও বিভিন্ন ধরনের মেলা, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও আজকাল জারিগানের অনুষ্ঠান করা হয়।
0 comments to জারি গান :
Post a Comment