কোনো রাগের আরোহী-অবরোহীভেদে স্বরসংখ্যা নিরূপণ করাকে জাতি বলে। রাগগুলিকে মুখ্য তিনটি জাতিতে বিভক্ত করা হয়েছে।
এই তিনটি জাতির পরিচয় যথাঃ ক) ঔড়ব খ) খাড়ব গ) সম্পূর্ণ
(ক) ঔড়ব জাতি ঃ যে রাগগুলির আরোহাবরোহীতে নির্দিষ্ট সংখ্যক পাঁচটি স্বরের ব্যবহার হয় সেই রাগগুলিই ঔড়ব জাতীয় রাগ বা ওডো রাগ। এক কথায় নির্দিষ্ট পাঁচ স্বরবিশিষ্ট বা পাঁচ স্বরের রাগকে ঔড়ব জাতীয় রাগ বলা হয়।
(খ) খাড়ব জাতি ঃ যে রাগগুলির আরোহাবরোহী নির্দিষ্ট সংখ্যক ছয় স্বরবিশিষ্ট বা ছয় স্বরের রাগকে খাড়ব জাতীয় রাগ বা খাডো বলা হয়।
(গ) সম্পূর্ণ জাতি ঃ যে রাগে সপ্তকের সাতটি বা ততোধিক স্বরের ব্যবহার হয়, সে রাগকে সম্পূর্ণ জাতীয় অথবা সম্পূর্ণ রাগ বলা হয়।
রাগের আরোহন এবং অবরোহন বিচারের দ্বারা নয় প্রকার জাতি সৃষ্টি হয়েছে। যেমন- সম্পূর্ণ-সম্পূর্ণ, সম্পূর্ণ-ষাড়ব, সম্পূর্ণ-ঔড়ব, ষাড়ব-সম্পূর্ণ, ষাড়ব-ষাড়ব, ষাড়ব-ঔড়ব, ঔড়ব-ঔড়ব, ঔড়ব-সম্পূর্ণ, ঔড়ব-ষাড়ব।
Read More >>
এই তিনটি জাতির পরিচয় যথাঃ ক) ঔড়ব খ) খাড়ব গ) সম্পূর্ণ
(ক) ঔড়ব জাতি ঃ যে রাগগুলির আরোহাবরোহীতে নির্দিষ্ট সংখ্যক পাঁচটি স্বরের ব্যবহার হয় সেই রাগগুলিই ঔড়ব জাতীয় রাগ বা ওডো রাগ। এক কথায় নির্দিষ্ট পাঁচ স্বরবিশিষ্ট বা পাঁচ স্বরের রাগকে ঔড়ব জাতীয় রাগ বলা হয়।
(খ) খাড়ব জাতি ঃ যে রাগগুলির আরোহাবরোহী নির্দিষ্ট সংখ্যক ছয় স্বরবিশিষ্ট বা ছয় স্বরের রাগকে খাড়ব জাতীয় রাগ বা খাডো বলা হয়।
(গ) সম্পূর্ণ জাতি ঃ যে রাগে সপ্তকের সাতটি বা ততোধিক স্বরের ব্যবহার হয়, সে রাগকে সম্পূর্ণ জাতীয় অথবা সম্পূর্ণ রাগ বলা হয়।
রাগের আরোহন এবং অবরোহন বিচারের দ্বারা নয় প্রকার জাতি সৃষ্টি হয়েছে। যেমন- সম্পূর্ণ-সম্পূর্ণ, সম্পূর্ণ-ষাড়ব, সম্পূর্ণ-ঔড়ব, ষাড়ব-সম্পূর্ণ, ষাড়ব-ষাড়ব, ষাড়ব-ঔড়ব, ঔড়ব-ঔড়ব, ঔড়ব-সম্পূর্ণ, ঔড়ব-ষাড়ব।