
‘মনের মতো করব পূজা মা তোমার ওই চরণে
ফুলও দিব জোড়ায় জোড়ায় মা বসন যত লাগে
মনের মতো করব পূজা মা তোমার ওই চরণে
মালা দিব জোড়ায় জোড়ায় মা বসন যত লাগে
মনের মতো করব পূজা মা তোমার ওই চরণে
শাঁখা দিব জোড়ায় জোড়ায় মা বসন যত লাগে
মনের মতো করব পূজা মা তোমার ওই চরণে’
গোপালগঞ্জের মতুয়াদের এই হেচড়াপূজার কথা বলতে গেলে তাঁদের প্রধান মেলাটির কথাও বলতে হয়। মতুয়াদের প্রতিষ্ঠিত সর্বপ্রধান মেলার নাম বারুণী মেলা। মতুয়ারা বলেন মহাবারুণী। প্রতিবছর মধুকৃষ্ণা ত্রয়োদশী অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমার আগের দিন হরিচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি গ্রামে সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয়।
0 comments to হেচড়া পূজার গান :
Post a Comment