বাউল গান

বাংলার বাউল সঙ্গীত লোকসঙ্গীতের একটি বিশিষ্ট ধারা। এই বাউল সঙ্গীত যত সহজে গভীরভাবে মানুষের মধ্যে মেশে এবং নিজে মিশে যায়, লোকসঙ্গীতের অন্য কোনো ধারা এতটা সহজে মিশতে পারেনি। পাশাপাশি গুরুকেন্দ্রিক সাধন ভজনের ধারা চর্যাপদ-পূর্বকাল থেকেই বাংলার বাউল ফকিরদের মধ্যে প্রচলিত ছিল। পরবর্তীকালে এই ধারায় যুক্ত হয় বৈষ্ণব ও পারস্যের সুফি সাধকরা। যার ফলে বাংলার অধ্যাত্ম সাধনায় বিভিন্ন ধর্মের প্রভাব বিদ্যমান। বাউলরা মুসলিম, হিন্দু, নাথ, বৈষ্ণব এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন আচার, মূল্যবোধ তাদের জীবনে এবং সাধনায় ব্যবহার করে আসছে। এসব সাধনা পদ্ধতি একান্তই আত্মার সঙ্গে সম্পর্কিত এবং গুহ্য। তাদের কথা, ইঙ্গিত এবং বাক্যের ব্যবহার নিজস্ব। বাউলরা তাদের গানের মাধ্যমে এসব কথা বলেছেন।

বাউল আধ্যাত্মিক গান। বাউল সাধকরা সংসার বিবাগী। বাউলদের সাধনা অতি প্রাচীন। বাউলদের সাধনা সহজ পথের সন্ধান। সঙ্গীতের মাধ্যমেই তারা সে পথের সন্ধানে লিপ্ত। বাউলদের কাছে মানুষের দেহ বিশ্বব্রহ্মাণ্ডের প্রতীক।

বাউলগান বাংলার একটি প্রধান লৌকিক ধর্ম-সম্প্রদায়ের সাধনসংগীত। তাঁদের অধ্যাত্ম-সাধনার গূঢ়-গুহ্য পদ্ধতি কেবল দীক্ষিতজনের কাছে প্রচারের জন্যই এই গানের জন্ম। শিল্প-সৃষ্টির সচেতন প্রয়াস এখানে অনুপস্থিত।
ড. আবদুল করিম মিঞা
subscribe

Subscribe

Monitor continues to update the latest from This blog directly in your email!

oketrik

0 comments to বাউল গান :

Post a Comment