নজরুল সংগীত

যাঁদের হাত ধরে আধুনিক বাংলা গান প্রতিষ্ঠা ও জনপ্রিয়তা পায় তাঁদের মধ্যে অন্যতম হলেন কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের লেখা গানগুলোই নজরুলসংগীত নামে পরিচিত। আধুনিক বাংলা গান এখন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এর পেছনে নজরুলসংগীতের বড় অবদান রয়েছে। দারুণ সুর আর কথার এই গানগুলো সব সংগীতপ্রেমী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। দেশাত্মবোধ, স্রষ্টার প্রতি ভক্তি, প্রেম, বিরহ সব বিষয়ই স্থান পেয়েছে নজরুলের গানে। ১৯২০-এর দশকে নজরুল গান লিখতে শুরু করেন। তবে সংগীতের সঙ্গে নজরুলের পরিচয় ঘটে ছেলেবেলাতেই। লেটো গানের দলে যোগ দিয়ে তিনি সংগীতের লোকসুর আর সংস্কৃতির সঙ্গে তাঁর পরিচয় ঘটে। পরে সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি পাশ্চাত্য সংগীত এবং ফরাসি কবিতার সঙ্গে পরিচিত হন। নজরুলের গানে পরবর্তী সময়ে এগুলো প্রভাব ফেলেছে। নজরুল ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। এই আন্দোলনে অনুপ্রেরণা দানকারী অনেক গান লিখেছেন নজরুল। এই গানগুলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। নজরুলের জীবদ্দশায় বেশ কিছু গান বই আকারে বের হয়; যার মধ্যে রয়েছে গানের মালা, গুলবাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। নজরুল প্রায় তিন হাজারের মতো গান লিখেছেন। নজরুলের লেখা 'চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল' গানটি বাংলাদেশের রণসংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে।
গ্রন্থনা : তৈমুর ফারুক তুষার
subscribe

Subscribe

Monitor continues to update the latest from This blog directly in your email!

oketrik

0 comments to নজরুল সংগীত :

Post a Comment